সিলেটে র্যাবের হাতে ফেসবুক হ্যাকারদের দুই সদস্য আটক
একুশে জার্নাল
অক্টোবর ০৯ ২০২০, ১৭:৩৪
আহমদ মালিক:
সিলেটে ফেসবুক হ্যাকারদের দুই সদস্য আটক করেছে র্যাব-৯।
অনেকটা ধরাছোঁয়ার বাইরে ছিল এসব হ্যাকাররা। কোনভাবেই তাদেরকে ধরা যাচ্ছিল না। অবশেষে তাদেন খেল খতম করল র্যাব-৯।
বিভিন্ন জনের ফেসবুক একাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন মো. মামুন মিয়া । এ কাজে তার সহযোগি হিসেবে ছিলেন আফজাল হোসেন রিমন ও জাবের আহমদ।
দীর্ঘদিন ধরেই তারা প্রবাসী, সামাজিকভাবে পরিচিত ব্যক্তিসহ বিভিন্ন জনের ফেসবুক একাউন্ট হ্যাক করে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে নিতেন। এরপর এসব তথ্য ব্যবহার করে টাকায় আদায় করতেন। বিকাশের মাধ্যমে এসব টাকা আদায় করতেন তারা।
এই চক্রের দুই সদস্যকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবু মুসা মোহাম্মদ শরিফুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় চৌকিদেখি থেকে সাইবার অপরাধী মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে সুনামগঞ্জ থেকে তার সহযোগী আফজল হোসেন রিমনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের অপর সদস্য জাবেরকে গ্রেপ্তারে র্যাব অভিযান চালাচ্ছে।