সিলেটে যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০১ ২০১৯, ২২:৪৬
নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদল আহবায়ক কমিটি মাগরিবের নামাযের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব সাধারন সম্পাদক সুলতানসালাউদ্দীন টুকু ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির কে অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা মিছিল করেছে।
শুভেচ্ছা ও আনন্দ মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে নগরীর কোটপয়েন্টে এসে শেষ হয়, মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। পাশাপাশি দীর্ঘ দিন পর কমিটি উপহার দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজীবুর রহমান, জেলা যুবদলের আহবায়ক সিদ্দীকুর রহমান পাপলু মহানগর যুবদলের সদস্যসচিব শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ সহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।