সিলেটে বানভাসী মানুষের পাশে মুফতী কুরবান আলী কাসেমী
একুশে জার্নাল ডটকম
জুন ২৯ ২০২২, ০১:২২
সম্মিলিত ইমাম ও উলামা পরিষদ (সবুজবাগ ও খিলগাও থানা,ঢাকা) এর উদ্যোগে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারে নগদ অর্থ আজ মঙ্গলবার (২৮ জুন) বিকালে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও সম্মিলিত ইমাম ও উলামা পরিষদের নায়বে আমীর মুফতী কুরবান আলী কাসেমী,বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ইজহারুল ইসলাম (কোষাধ্যক্ষ) মাওলানা খালিদ সাইফুল্লাহ (যুগ্ম সাধারণ সম্পাদক) মাওলানা দিলওয়ার হুসাইন (যুগ্ম সাংগঠনিক সম্পাদক) বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবু্ুবুল হক,সিলেট সদরের সাধারণ সম্পাদক মাওলানা জাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা কামাল আহমদ প্রমুখ।