সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাস বরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০১ ২০১৯, ১১:৪৬

বর্ণমালার মিছিল আর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিল সিলেটবাসী। হাাতে লাল-সবুজের পতাকা আর ‘অ, আ, ক, খ’ বর্ণমালা এবং ১৯৫২, ১৯৭১ লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন সিলেটের সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার দুপুরে সিলেট সম্মিলিত নাট্য পরিষদ এ মিছিলের আয়োজন করে। বর্ণমালার মিছিলটি নগরের সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় শহীদ মিনারে মিছিলটিকে নৃত্যশিল্পীরা ভাষার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে বরণ করে নেয়। এছাড়া ভাষা দিবস উপলক্ষ্যে শহরের বিভিন্ন সড়কের পাশে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ৫২’র ভাষা আন্দোলনের দিনগুলো।

সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাস বরণ

প্রতি বছর ভাষা সৈনিক অধ্যাপক মো. আব্দুল আজিজ বর্ণমালার মিছিলের শুভ সূচনা করলেও এবার তিনি অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাংস্কৃতিক সংগঠক ভবতোষ রায় বর্মণ, উদীচীর সহ-সভাপতি ব্যারিস্টার আরশ আলী, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি সিনিয়র সাংবাদিক আল আজাদ, আবৃতি সংগঠন উর্বশীর প্রতিষ্ঠাতা বিশিষ্ট আবৃত্তিকার মোকাদ্দেছ বাবুল, মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সর্বানী অর্জুন, নাট্য পরিষদের পরিচালক অরিন্দম দত্ত, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব প্রমুখ।

Vashermash

সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

আয়োজক সংগঠন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু বলেন, এটি বর্ণমালার মিছিলের ষষ্ঠ বারের আয়োজন। আমরা প্রতি বছর এই আয়োজনটি করি মূলত দু’টি উদ্দেশ্যে। একটি হলো মহান ভাষা শহীদদের স্মরণ করা এবং অন্যটি হলো নতুন প্রজন্মের সামনে আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা।