সিলেটে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জরুরি সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
জুন ০২ ২০২২, ১২:৫৫
তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল (বুধবার) রাতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৪ জুন, বিকেল ৪ ঘটিকায় নগরীর হোটেল গার্ডেন ইন-এ নব গঠিত জেলা কমিটির পরিচিতি অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।
সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় জরুরি সভায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডুর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।