সিলেটে নববী দাওয়াহ : পদ্ধতি ও শিক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৯ ২০২৪, ২১:০৩
সিলেটে বিএএসবি কমপ্লেক্সের (সিলেট দাওয়াহ সেন্টার) উদ্যোগে ও ইউকে ভিত্তিক চ্যারিটি সংস্থা সিম্পল রিজনের সহযোগিতায় পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে সীরাত বিষয়ক বিশেষ আয়োজন “নববী দাওয়াহ; পদ্ধতি ও শিক্ষা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সিলেট নগরীরর আখালিয়া ক্বারিপাড়াস্থ বিএএসবি কমপ্লেক্সে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আর-রশিদ ইসলামিক ইনস্টিটিউট পরিচালক মাওলানা সাদিকুর রাহমান, বায়তুল আযীম জামে মসজিদের খতীব মাওলানা আবদুল্লাহ আল মানসুর ও আদ দীন একাডেমির পরিচালক মাওলানা ইয়াহইয়া তালহা।
বাদ আসর থেকে রাত ৯ টা পর্যন্ত চলা এ কর্মশালার প্রথম সেশনে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাতের আলোকে বর্তমান দায়ীদের করণীয় বিষয়ে আলোচনা করেন মাওলানা ইয়াহইয়া তালহা। দ্বিতীয় সেশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত থেকে দায়ীর সিফাত বিষয়ে আলোচনা করেন মাওলানা আবদুল্লাহ আল মানসুর ও তৃতীয় সেশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াহ পদ্ধতি বিষয়ে আলোচনা করেন মাওলানা সাদিকুর রাহমান।
প্রত্যেক সেশনের আলোচনা থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে ৯ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেককে বই উপহার দেওয়া হয়।
বিএএসবি’র দায়িত্বশীল ইব্রাহীম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ শাহরিয়া আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বিএএসবি’র দায়িত্বশীল মাওলানা কামারুল ইসলাম।