সিলেটে থালা হাতে হোটেল শ্রমিকদের ভুখা মিছিল
একুশে জার্নাল ডটকম
জুলাই ১২ ২০২০, ২১:৪০
কেএম রায়হান: বিশ্ব মহামারি করোনাভাইরাস দুর্যোগে, বিগত ৪ মাসের অধিক সময় ধরে কর্মহীন, হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ও সরকারী সকল প্রকার ত্রাণ ও আর্থিক সহযোগিতা দাবীতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রোববার নগরীতে থালা হাতে এক ভুখা মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর তালতলা হতে সুরমা পায়েন্টে হয়ে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এম শফর আলী খানের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো: ইউসুফ জামিল, মো: মুজ্জামেল আলী, মহানগর কমিটির সহ সভাপতি মো: হারুন রশিদ মিয়া, চাইনিজ রেষ্টুরেট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: কামাল আহমদ, নগর মহিলা কমিটির সভাপতি মোছা: লিলি বেগম, সাধারণ সম্পাদক মোছা: রিনা খাতুন, উপদেষ্টা মোছা: রুবি বেগম, শাহ পারান থানা কমিটির সভাপতি মো: শফিকুল ইসলাম, জালালাবাদ থানা কমিটির সাধারণ সম্পাদক মো: নবীর হোসেন আকাশ, শ্রমিক নেতা মো: রণি তালুকদার মো: নান্নু মিয়া, মামুন মিয়া প্রমুখ।