সিলেটে চোখে গুলিবিদ্ধ মাদরাসা ছাত্রের পাশে নাগরিক আলেমসমাজ
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৮ ২০২৪, ১৭:৪০
দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় দিন কাটছে গুলিবিদ্ধ মাদরাসা ছাত্র মিজানুর রহমানের (১৭)। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে সিলেটের পুলিশ লাইন্সে তিনি গুলিদ্ধি হন। রবিবার (৮ সেপ্টেম্বর) নাগরিক আলেমসমাজের সমন্বয়করা তাকে দেখতে গেলে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কার কথা ব্যক্ত করেন মিজান। তিনি নগরীর পশ্চিম পীর মহল্লার মাদরাসাতুল আবরারের হিফজ বিভাগের ছাত্র ও টুকেরবাজারের শাহপুর গ্রামের মো. রইছ আলীর ছেলে।
জুলাই-আগস্ট বিপ্লবে আহত-নিহতদের মানবিক সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে মিজানকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন নাগরিক আলেমসমাজের প্রধান সমন্বয়ক লেখক ও সাংবাদিক নোমান বিন আরমান, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান ও লেখক নাওয়াজ মারজান। তারা মিজানের হাতে সংগঠনের পক্ষ থেকে নগদ সহায়তার খাম তুলে দেন।
মিজান জানান, ৫ আগস্ট বেলা ২টার দিকে সিলেট নগরীর মদীনা মার্কেট থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মিছিলে তিনি যোগ দেন। মিছিলটি সুবিদবাজার হয়ে মিরের ময়দান পয়েন্টে পৌঁছলে পুলিশ লাইন্সের ভেতর থেকে অতর্কিত গুলি আসতে থাকে। এসময় বেশ কিছু গুলি মিজানের শরীরে বিদ্ধ হয়। একটি গুলি সরাসরি তার ডান চোখ ভেদ করে।
বলেন, প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেনে। সেখান থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পরীক্ষা-নীরিক্ষার পর বর্তমানে ভিশন আই হসপিটালের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
নিজের অনুভূতির কথা বলতে গিয়ে মিজান বলেন, গুলিবিদ্ধ চোখ নিয়ে যন্ত্রণায় ভোগছি, কিন্তু যখন মনে হয় দেশের জন্য মিছিলে গিয়ে গুলি খেয়েছি, তখন সাহস ও সান্ত¡না পাই।
পিতা রইছ আলী জানান, ‘অভাবের সংসারে চার সন্তান নিয়ে তিনি কোনোমতে দিন কাটাচ্ছেন। ছেলেকে কুরআনের হাফিজ বানানোর আশায় শ্রমিকের কাজ করে পড়ালেখার খরচ জোগাচ্ছিলেন। এমন অবসস্থায় ছেলের ওপর নেমে আসা এই দুর্যোগ তাদের জীবনে বিপর্যয় নিয়ে এসেছে।’
চোখে নেমে আসা অশ্রু নিয়ন্ত্রণ করে রইছ আলী বলেন, চিকিৎসার জন্য ছেলেকে ঢাকায় পাঠিয়েছিলেন ১৫ হাজার টাকা ধারদেনা করে। হাসপাতাল থেকে অপারেশনের জন্য ৫৫ হাজার টাকা চাওয়া হলে তার মাথায় আসমান ভেঙে পড়ে। কোথাও ব্যবস্থা করতে না পেরে বোনের বাড়ি বানানোর জন্য জমানো টাকা থেকে ৫০ হাজার ধার করে ছেলের চিকিৎসায় খরচ করেন। ইতোমধ্যে প্রায় ১ লাখ টাকা খরচ হয়ে গেছে জানিয়ে তিনি বলেন- ছেলের দীর্ঘমেয়াদে চিকিৎসা দরকার, নয়তো সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারে। কিন্তু কীভাবে ব্যায়বহুল চিকিৎসা করাবেন, কীভাবে দেনা শোধ করবেন- সেই দুশ্চিন্তায় রইছ আলী চোখে অন্ধকার দেখছেন।