সিলেটে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী খেলাফত মজলিসের
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৬ ২০২০, ২০:২৭
সিলেট এমসি কলেজে বেড়াতে যাওয়া স্বামীকে বেঁধে স্ত্রীকে ছাত্রাবাসে নিয়ে ছাত্রলীগ নেতাদের গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। অবিলম্বে পৈশাচিক নির্যাতনের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে দলটি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যাওয়া স্বামীকে বেঁধে স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে ছাত্রলীগের নামধারি সন্ত্রাসীরা যে পাশবিক নির্যাতন চালিয়েছে তা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বর্বরোচিত কর্মকাণ্ডের সর্বশেষ বহিঃপ্রকাশ।
তারা বলেন, এরআগেও ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসে নান ধরণের অপকর্মের ঘটনা ঘটিয়েছিলো কিন্তু সরকারের প্রচ্ছন্ন মদদে সবাই পার পেয়ে গেছে। যে কারণে তারা আরো হিংস্র হয়ে উঠেছে। এরা ছাত্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে পৈশাচিকতা চালিয়ে যাচ্ছে। মানুষের নিরাপত্তা ও ইজ্জতের জন্য হুমকি ছাত্রলীগের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে। এমসি কলেজের ছাত্রাবাসে আটকিয়ে নারীর উপর পৌশাচিক নির্যাতনের ঘটনায় জড়িত এমসি কলেজ ছাত্রলীগ নেতাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এছাড়া শিক্ষাঙ্গণে সরকার দলীয় ছাত্র সংগঠনের নামধারী সন্ত্রাসীদের অপকর্ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান খেলাফত মজলিস নেতারা।