সিলেটে কুখ্যাত ডাকাত শুকুর আলী গ্রেপ্তার
একুশে জার্নাল
সেপ্টেম্বর ২৯ ২০১৯, ১৪:১৪
একুশে জার্নাল ডেস্ক: সিলেটের মোগলাবাজার থেকে কুখ্যাত ডাকাত শুকুর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার গলমুকাপন গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। তারা ৮ ভাইয়ের মধ্যে ৩ জন-ই বিখ্যাত ডাকাত এবং দির্ঘদিন যাবত এলাকাছাড়া।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ২ টা ১৫ মিনিটে জালালপুর ইউনিয়নস্থ রাইখাইল (মাঝিপাড়া) সাকিনে মো. এসাম রাহাতের বসতঘর ডাকাতি করে নগদ টাকা স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
এসময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ডাকাত শুকুর আলী আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়।
পুলিশ জানায় তার বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ (থানার মামলা নং-০২), শাহপরাণ (রহ:) (থানার মামলা নং-১৭), এয়ারপোর্ট (থানার মামলা নং-১০), ওসমানীনগর (থানার মামলা নং-১৬), বড়লেখা (থানার মামলা নং-০৬) এবং ওসমানীনগর (থানার মামলা নং-১১) মামলা রয়েছে।
পরে ডাকাতির ঘটনায় মো. এসাম রাহাত বাদী হয়ে ডাকাত শুকুর আলীসহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে মোগলাবাজার থানায় (মামলা নং-১৩) মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।
উল্লেখ্য যে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা-পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।