সিলেটে এদারা বোর্ডের মিশকাত জামাতে মুমতাজপ্রাপ্তদের পুরষ্কার প্রদান
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১২ ২০১৯, ১২:৩৯
দেশের প্রাচীনতম শিক্ষাবোর্ড আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশ বোর্ডের অধীনে ১৪৪০ হিজরী সনের মিশকাত জামাতের পরীক্ষায় মুমতাজপ্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
লন্ডনপ্রবাসী মাওলানা মাহফুয আহমদের তত্ত্বাবধানে হাউস অব উইসডম লন্ডন এর আয়োজনে এবং মাদরাসাতুল মদীনা সিলেটের সার্বিক ব্যবস্থাপনায় গত ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় সিলেটের শাহপরাণে মাদরাসাতুল মদীনায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খ মাওলানা জাওয়াদুর রহমান ও শায়খুল হাদীস মাওলানা আউলিয়া হুসাইন। মাদরাসাতুল মদীনা সিলেটের শিক্ষক মাওলানা হুসাইন আহমদ চৌধুরীর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশ বোর্ডের সভাপতি মুফাক্কিরে ইসলাম মাওলানা শায়খ জিয়া উদ্দীন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষে স্বাগত বক্তব্য দেন মাদরাসাতুল মদীনা সিলেটের শিক্ষাসচিব মুফতী বাহরুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, মাহবুবে উলামা মুফতী মুশতাকুন্নবী কাসেমী, আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশ বোর্ডের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস মুফতী মুহিব্বুল হক্ব গাছবাড়ি, মাওলানা খলীলুর রহমান, মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, মাওলানা আনিস আশরাফী, মাদরাসাতুল মদীনা সিলেটের মুহতামিম মাওলানা আবুল বাশার, মাওলানা জসিম উদ্দীন উমাইর, মাওলানা শিব্বির আহমদ, মুফতী মুহাম্মদ জাকারিয়া খান, মাওলানা আব্দুল আজীজ, হাফিজ মানসূর বিন সালেহ, হাফিজ আনোয়ার হুসাইন, আব্দুল কুদ্দুস, ময়নুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মুফতী মুহিব্বুল হক্ব গাছবাড়ির মোনাজাতের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি হয়।