সিলেটে ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৪ ২০২০, ২১:১৬

সিলেটে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদক সন্ত্রাস ও উগ্রবাদের সয়লাভ থেকে যুব সমাজকে রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা।

কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এ অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি মাওলানা মাহফুজ আহমদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল হাসান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি মুহাম্মাদ শিহাব উদ্দীন ৷

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাধারন সম্পাদক হাফিজ মাওলানা শরফ উদ্দীন খাঁন, সাংগঠনিক সম্পাদক মুহা.আনিছুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শরাফত উল্লাহ্ আরফান, অর্থ সম্পাদক জাকির হোসাইন,দপ্তর সম্পাদক মুহা. নাঈম আহমদ, প্রচার সম্পাদক মাওলানা বদরুল হক, যুব কল্যান ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবুল হোসাইন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন আলম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মুহা.কামাল হোসাইন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুহা.আল-আমিন হোসাইন, মানবাধিকার সম্পাদক মুহা.আনোয়ার হোসাইন,মহানগর প্রকাশনা সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক আলাউদ্দীন প্রমুখ।