সিলেটের হোটেল মেট্রো ইন্টান্যাশনাল ৭০ কর্মীকে দিল বেতনসহ ১৫ দিনের ছুটি

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৩ ২০২০, ০১:৩৯

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে নিজের প্রতিষ্ঠানের ৭০ জন স্টাফকে বেতনসহ ছুটি দিয়েছে সিলেটের একটি আবাসিক হোটেল। সিলেট নগরীর বন্দরবাজার এলাকার হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের সব কর্মীকে ১৫দিনের ছুটি প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে হোটেলের নির্বাহী পরিচালক প্রবাসী মিজানুর রহমান পায়েল এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান।

এসময় তিনি বলেন, করোনা বিপর্যয় ঠেকাতে তিনি তার প্রতিষ্ঠানের সবাইকে প্রাথমিকভাবে ১৫ দিনের বেতনসহ ছুটি দিয়েছেন। সেই সাথে তাদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দেওয়া হয়েছে। দেশের অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সিলেটে এই প্রথম কোন হোটেল-রেস্তোরা এমন উদ্যোগ গ্রহণ করলো। দেশের এই ক্রান্তিলগ্নে সবারই এমন উদ্যোগ গ্রহণ জরুরি উল্লেখ করে তিনি প্রবাসীসহ দেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।