সিলেটের মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিক পুত্রের মৃত্যু
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৬ ২০২০, ২১:২১

সিলেটের মা ও শিশু হাসপাতালে ডাক্তাররের ভুল চিকিৎসায় এক সাংবাদিক পুত্রের মৃত্যু খবর পাওয়া গেছে।
মারা যাওয়া শিশুটি বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নূর উদ্দিনের একমাত্র পুত্র রিফাত, তিনি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের বাসিন্দা।
আজ সোমবার সকালে সিলেট নগরীর মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। ডাক্তারের ভুল চিকিৎসায় রিফাতের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তার বাবা ও স্বজনরা।
সাংবাদিক নূর উদ্দিন জানান, গত শনিবার (৪জুলাই) দুপুরের দিকে সিলেটের মা ও শিশু হাসপাতালে তার একমাত্র পুত্র রিফাতের পায়ুপথে অপারেশন করানোর জন্য ভর্তি করেন। কিন্তু ভর্তি করার পর থেকে কোন ডাক্তারা না দেখে নার্সদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। এর পর তার (রিফাতের) অবস্তার অবনতি হলে রাত দুইটার দিকে শিশু সার্জারির সহযোগি অধ্যাপক ডা. শামসুর রহমান এই শিশুর অপরেশন শুরু করেন।
অপারেশন চলাকালে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয় বলে জানান শিশুর পিতা ও স্বজনরা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর মৃত্যু খবর গোপন রেখে স্বজনদের সাথে বিভিন্ন ভাবে টালবাহানা শুরু করেন
এব্যাপারে সিলেট মা ও শিশু হাসপাতালের কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।