সিলেটের বিশ্বনাথে বন্যাদুর্গতদের মাঝে উপজেলা খেলাফত মজলিসের খাদ্যসামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
মে ২০ ২০২২, ২২:৪২
বিশ্বনাথে বন্যায় দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়ালো উপজেলা খেলাফত মজলিস।
সিলেটের বিশ্বনাথে বন্যায় দূর্গতদের মাঝে উপজেলা ও পৌর খেলাফত মজলিসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০মে) উপজেলার লামাকাজি ইউনিয়নের পানিবন্দি বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী।
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ উপজেলা সভাপতি ক্বাজী মাওলানা আব্দুল ওয়াদুদ পৌর সভাপতি মোঃসায়েফ আহমদ শায়েক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,পৌর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দীন,উপজেলা সহ সভাপতি মুফতি শিহাব উদ্দীন,মোঃআব্দুল বারী,বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের সদস্য আনহার বিন সাইদ,লামাকাজী ইউনিয়ন শাখার সভাপতি মাও লুৎফর রহমান,মাও,আব্দুস সালাম জালালাবাদী,মাও,জাহেদ আহমদ জেহিন,মোঃছালেহ আহমদ, মোঃআব্দুস সালাম প্রমুখ।