সিলেটের বিশ্বনাথে কারেন্ট জাল জাল উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৭ ২০২০, ২৩:৫৪

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও পোনা মাছ মারার জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭জুলাই) দূপুরে বিশ্বনাথ বাজার ও আমতৈল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড ও জাল ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বিশ্বনাথের আমতৈল ধলিপাড়া এলাকার হাওরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও পোনা মাছ মারার জাল উদ্ধার করে ধংস করা হয়।

এছাড়া বিশ্বনাথবাজার ও আমতৈলবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যবহার না করে বাহিরে ঘোরাফেরা করায় দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ১৮ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।