সিলেটের বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ১৭ ২০২০, ১৪:১২

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: দুখি মানুষের আশার বাতিঘর শ্লোগানধারী খাজাঞ্চি ইউনিয়নের আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া-গ্রামের দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেছে।
আজ শুক্রবার (১৭জানুয়ারী) পরিষদের আহবায়ক আব্দুর রব সরকারের সভাপতিত্বে, সদস্য সচিব ছাদিক সিরাজীর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ হাবিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেম্বার মোঃ ফজর আলী, পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা. গিয়াস উদ্দিন সোহাগ, সমাজ সেবক মাওলানা হাবিবুর রহমান, মুরব্বি ও আওয়ামীলীগ নেতা ইলিয়াস মিয়া, মুরব্বি মোঃ মানিক মিয়া, বন্ধুয়া নতুন জামে মসজিদের ইমাম হাফিজ শাফি উদ্দিন।
উপস্থিত ছিলেন ফাউন্ডার সদস্য রফিক আহমদ, আবু সাঈদ, নোমান আহমদ, আবু সুফিয়ান, শুভাকাঙ্খী প্রবাসী আব্দুল কুদ্দুস, গোলজার আহমদ, নাজিম উদ্দীন, রহিম আলী, হেলালুল ইসলাম, রওশন আলী, সাইদুল ইসলাম, সাঈদ হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।