সিলেটের বালাগঞ্জে ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২২ ২০১৯, ২২:৫৯

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলা থেকে মো: নুনু মিয়া (৫২) নামে এক ব্যবসায়ী দু’দিন ধরে নিখোঁজ হয়েছেন।

মো: নুনু মিয়া উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজুরপুর গ্রামের মজম্মিল আলীর ছেলে।
তিনি আজিজপুর বাজারের ‘আলহামরা বস্ত বিতান’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী।

নিখোঁজের একদিন পর রবিবার (২২ ডিসেম্বর) এ ঘটনায় বালাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো: নুনু মিয়ার বড়ভাই মো: দুদু মিয়া। জিডি নম্বর- ৭৮৬।

দুদু মিয়া জানান, শনিবার (২১ ডিসেম্বর) রাত ৭টায় বাড়ি থেকে সিলেট যাওয়ার পথে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পার হয়ে গেলেও তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
তাই এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সম্ভাব্য সব যায়গায় খোজাখুজি করার পর তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরেও নুনুকে না পাওয়ায় তার বড় ভাই দুদু মিয়া থানায় একটি জিডি করেছেন।