সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত
একুশে জার্নাল
এপ্রিল ০৯ ২০১৯, ১৮:২২

৯ এপ্রিল ২০১৯, একুশে জার্নাল ডেস্ক:
সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জন কৃষক নিহত হয়েছেন আজ। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ধুপড়ি হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার তেরাকুড়ি এলাকার মৃত তজমুল আলীর ছেলে জিতু মিয়া, গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার মইকন্দর আলীর ছেলে রাজন মিয়া ও গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার আনোয়ার হোসেন।
জানা গেছে, ওই তিন কৃষক সকালে ধুপড়ি হাওরে ক্ষেতের জমিতে বোরো ধান কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক সরেজমিনে গিয়ে নিহতদের দেখে জিতু মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেছেন।