সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মাসউদ আহমদ (বাঘার হুজুর) আর নেই
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০২ ২০২২, ০৭:৩৪
জাহাঙ্গীর রায়হান: সিলেট জেলার ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাওমিয়া দারুস সুন্নাহ গলমুকাপন মাদ্রাসার ছদরে মুহতামিম ও শায়খুল হাদিস, বর্ষীয়ান আলেমেদ্বীন ও একুশে জার্নাল ডটকমের সহ-সম্পাদক মুফতী মাসরুর আহমদ বুরহানের পিতা আল্লামা মাসউদ আহমদ (বাঘার হুজুর) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
২ ফেব্রুয়ারি (বুধবার) ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শতবর্ষী এই আলেম ঐতিহ্যবাহী জামেয়া গহরপুরের সর্বপ্রথম নাজিমে তালিমাতের (শিক্ষাসচিব) দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৬৭বছর যাবৎ কোরআন হাদিসের দারস দিয়ে আসছেন। মৃত্যু পর্যন্ত তিনি দু’টি মাদরাসায় সহীহ বুখারী দারস প্রদান করেছেন।
দেশজুড়ে শায়খুল হাদিস হাফিজ মাসউদ আহমদ বাঘার হুজুরের অসংখ্য হাদিসের ছাত্র রয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য ময়মনসিংহের প্রখ্যাত উলামা আল্লামা গিয়াস উদ্দিন বালিয়া রহ, শায়খুল হাদিস হুসাইন আহমদ উমরপুরি রহ, শায়খুল হাদিস মুখলিসুর রহমান কিয়ামপুরি দা.বা, হযরত মাওলানা নিজাম উদ্দিন রহ, হযরত মাওলানা আব্দুল আজীজ দায়ামিরী রহ, হযরত মাওলানা নূরুল ইসলাম বিশ্বনাথী রহ. শায়খুল হাদিস আব্দুল বাসিত বরকতপুরি রহ, হযরত মাওলানা শায়খ আব্দুস শহীদ গলমুকাপনী রহ.।
মরহুমের নামাজে জানাযা আজ বুধবার বিকেল ৩ টায় তার নিজ কর্মস্থল জামেয়া ইসলামিয়া কাওমিয়া দারুস সুন্নাহ গলমুকাপন মাদরাসার পূর্বের মাঠে অনুষ্ঠিত হবে।