সিলেটের দক্ষিন সুরমায় ভূয়া এসপি গ্রেফতার
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১০ ২০১৮, ১৪:২০
সিলেটের দক্ষিন সুরমা থেকে এক ভুয়া এএসপিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
আটককৃত ব্যক্তির নাম এম জাকারিয়া আহমদ জাকির এসময় তার কাছ থেকে নকল একটি পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে। সে জকিগঞ্জের কসকনকপুর গ্রামের মৃত আব্দুস ছবুরের পুত্র। বর্তমানে সে দক্ষিন সুরমার ভার্থখলা এলাকায় বসবাস করে।
র্যাব জানায়, রোববার (৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ক্যাম্পের মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে করে তাকে গ্রেপ্তার করে।
আটককৃত ব্যক্তির দেহ তলাশি করে একটি প্লাস্টিকের কভারযুক্ত পুলিশের এএসপি পদবীর জাল পরিচয় পত্র পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত জাকিরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ সিলেটসহ আশেপাশের জেলার সাধারণ জনগণের নিকট নিজেকে পুলিশের উর্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে ভূয়া আইডি কার্ড প্রর্দশন করে ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।