সিলেটের গোয়াইনঘাটে অসহায় মানুষদের মধ্যে যাকাতের কাপড় বিতরণ
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ১৯ ২০২০, ১৪:০৬
গতকাল ১৮ ফেব্রয়ারী (মঙ্গলবার) দুপুরে অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের অসহায় মানুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন- অন্ন বস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই, নিজের সম্পদকে পরিচ্ছন্ন করি। কেননা যাকাত হচ্ছে সম্পদের ময়লা অর্থাৎ ভাইরাস। যখন যাকাত প্রদান করা হয়, তখন সম্পদ ময়লামুক্ত তথা পরিচ্ছন্ন হয়, ভাইরাস মুক্ত হয়। আর সবলদের উপর গরীবদের হক আছে, তাই আমরা তাদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়াবো। তাতেই আমরা এগিয়ে যেতে পারবো।
সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব আছকর আলী। তিনি বলেন- আমাদের সংগঠনের পক্ষ থেকে সমসাময়ীক সাধ্যনোযায়ী এলাকার গরীব ও অসহায়দের পাশে দঁড়াই। সংগঠনের সদস্যদের মাঝে যাদের উপর যাকাত ফরজ, তারা এই সংগঠনের মাধ্যমেই যাকাত আদায় করে থাকে। এতে সংগঠনের সদস্যদের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে উঠতে সক্ষম হয়েছে। এবং সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও মানুষের উপকার আসছে,তাই তিনি সকল বিত্তবানদের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।