সিলেটের গহরপুরে অশ্লীল মেলার বিপরীতে ওয়াজ মাহফিলের ঘোষণা দিল গ্রামবাসী
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৬ ২০২০, ০০:১৩
আবুল কাশেম বালাগঞ্জ (সিলেট): জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজুর আহ্বানে দেওয়ান বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিওরখাল গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আজ রবিবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় জামিয়ার মুহতামিমের অফিসে এক “বিশেষ বৈঠক” অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হাজী তাজুল্লাহ।
বৈঠকে সকলের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হয় দক্ষিণ শিওরখালে কাউকে গান-বাজনা করতে দেওয়া হবে না। বরং তা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মদ-জুয়া ও সকল প্রকার অশ্লীলতাকে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে।
এছাড়া এ বছর ৭ ও ৮ জানুয়ারি দক্ষিণ শিওরখাল গ্রামবাসীর উদ্যোগে ২দিনব্যাপী “ওয়াজ ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হবে। ১ম দিন বাদ মাগরিব থেকে রাত ১২টা ও ২য় দিন বাদ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে মেহমানদারীর জন্য শিরনির ব্যবস্থা এবং মাহফিলের সাথে মাছের বাজারও বসানোর সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- জামেয়া হুসাইনিয়া গহরপুর এর মুহতামিম মাওলানা মুসলেহুদ্দিন রাজু, মাওলানা আব্দুল কাইয়ূম, হাজী তাজুল্লাহ, আয়ূব আলী মেম্বার, সমাজকর্মি তেরা মিয়া, কামাল উদ্দিন মুহরি, বাবরু মিয়া, মুহাম্মদ সমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুল মানিক, জালাল উদ্দিন, আব্দুল হাশিম, ফজর আলী, ডা. সুহেল আহমদ, সফুর আলী, সেবুল মিয়া, ফজর আলী, আব্দুল জব্বার, আব্দুল জলিল মখন, ফুরাই উল্লাহ, শুকুর আলী, মকসুদ, হাজী গুলসের আলী, আখল, আকবার, শাহীন, আব্দুস সালাম, সুহেল মিয়া মরির প্রমুখ।
গহরপুরে মুহতামিম হাফেজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর সাথে আলাপকালে তিনি বলেন, গ্রামবাসীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। তাঁদের এই ভালো কাজের উছিলায় আল্লাহ এই অঞ্চলকে দ্বীনের মারকাজ হিসাবে কবুল করুন।