সিলেটের ওসমানীনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৩ ২০২০, ১৮:১৬
আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: সিলেট জেলার ওসমানীনগর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা কমিটির সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, এসিল্যান্ড আফসানা তাসলিম, শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া, ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার এসআই সুজিত চক্রবর্তী, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক শিপন আহমদ, উমরপুর ইউপি চেয়ারম্যান গোয়ালাম কিবরিয়া, দয়ামির ইউপি চেয়ারম্যান এইচটি ফখর উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ মো. দুলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান, ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম।
সভায় আসন্ন দূর্গা পূজা ও সাদিপুর ইউনিয়নের উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয় আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয়।