সিলেটের ওসমানীনগরে ২ সহোদরসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার
একুশে জার্নাল
আগস্ট ২৬ ২০২০, ২২:২২
আহমদ মালিক:
সিলেট শহরতলীর খাদিমপাড়ায় র্যাব অভিযান চালিয়ে প্রাইভেট কার থেকে অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা দায়েল করে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ওসমানীনগরের দুই সহোদর রয়েছেন।
এর আগে শনিবার (২২ আগস্ট) রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান চালায়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি ছোরা, ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ওসমানীনগর থানার দয়ামীর ইউনিয়ন খালপার গ্রামের মৃত আমজাদ খানের ছেলে কামরুল খান (১৯) ও তার ভাই জয়নাল আহমদ (২২) এবং একই থানাধীন নিজকুরুয়া গ্রামের মৃত তাজদ আলীর ছেলে রেজাউল ইসলাম (২২)।