সিলেটের ওসমানীনগরে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ৩০ ২০২০, ২০:৫৮
আহমদ মালিক,ওসমানীনগর প্রতিনিধি: টিফিনের টাকায় সারা দেশে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচী বাস্তবায়নে বুধবার বেলা ১২ ঘটিকায় সিলেট জেলার ওসমানীনগর থানা ও লাল সবুজ উন্নয়ন সংঘের যৌথ আয়োজনে থানা চত্তরে গাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিক।
‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ এই শ্লোগানকে সামনে রেখে দ্বিতীয় পর্বে ঢাকা সিলেট মহাসড়কে পথচারীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
এসময় ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিকের সভাপতিত্বে চারা বিতরণে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিন, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান, থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও ইয়াং স্টার ক্লাবের সদস্যবৃন্দ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, এর আগে গত ৫ জুলাই থেকে ৩৮টি জেলায় ভ্রাম্যমাণ ৭৪ হাজার ৬০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে। তিনি জানান, প্রতি বছরের মতো এবছরও ১ লাখ চারা বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।