সিলেটের ওসমানীগরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৫ ২০২০, ০৪:২৩

সিলেটের ওসমানীনগরে ১ কেজি গাঁজাসহ মো. লায়েক মিয়া(৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানার সামন থেকে তাকে আটক করা হয়।

এ সময় মাদক ব্যবসায়ী লায়েকের নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত লায়েক সিলেটের মোগলাবাজার থানার নিজ সিলাম গ্রামের মৃত ননা মিয়ার ছেলে।

ওসমানীনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাঁজা নিয়ে মোটর সাইকেল যোগে মাদক বব্যসায়ী লায়েক শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এসআই আরিফ রেজা ও এসআই মনিবুল ইসলাম ওসমানীনগর থানার সামনে অভিযান পরিচালনা করেন। ব্যারিকেট দিয়ে মোটরসাইকেল সহ লায়েককে আটক করা হয়। এ সময় লায়েকের নিকট থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদি হয়ে ওসমানীনগর থানায় মাদক ব্যবসায়ী লায়েকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করেন।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামী কাল শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।