সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া দারুসসালাম-এর ৪৭তম মহাসম্মেলন অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১২ ২০২২, ০০:৪২
বরেণ্য বুজুর্গ মাওলানা আব্দুস সামাদ শিকারপুরী রহ. প্রতিষ্ঠিত, উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, শাইখুল হাদিস আল্লামা হাফেজ নূরউদ্দিন আহমদ গহরপুরী রহ. ও শায়খুল হাদিস আল্লামা আব্দুল আজিজ দয়ামিরীর রহ. স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া মদীনাতুল উলূম দারুস সালাম খাসদবীর সিলেটের ৪৭তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন হয়েছে।
১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ১২:৩৫ মিনিট পর্যন্ত এ মাহফিলের কার্যক্রম চলে।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক, জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদিস হাফিজ মাওলানা মুফতি ওলীউর রহমান সাহেবের সভাপতিত্বে, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জামেয়ার শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী এর পরিচালনায়, মাহফিলে নসীহত পেশ করেন শায়খুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব বর্নভী,শায়খুল হাদিস নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জী,শায়খুল হাদিস শফিকুল হক সাহেব শুরইঘাটি,বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মুফতী মাহফুজুল হক সাহেব, মাওলানা মুশতাক আহমদ খান সাহেব ধনকান্দী।
মাওলানা নাসির উদ্দিন সাহেব,মাও মঞ্জুরুল হক চৌধুরী সাহেব, মাওলানা মাহমুদুল হাসান সাহেব, মাওলানা আব্দুর রহমান আমিনি সাহেব।
মাহফিলে উপস্থিত ছিলেন জামেয়া কমিটির সদসবৃন্দ, আসাতিজায়েকেরাম, ফুযালাবৃন্দ ও সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া জামেয়ার প্রাইমারি বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পরিশেষে দেশজাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।