সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়ার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৫ ২০২২, ১৯:৩২

জাতীর দুর্যোগ মুহূর্তে ওলামায়ে কেরামের অবদান অবস্মরণীয় হয়ে থাকবে: মাওলানা সামিউর রহমান মুসা


ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া কাজির বাজার এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ উদযাপিত হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কারণে এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানাদি সংক্ষিপ্ত ও অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান মালার শুরুতেই অগ্নিকাণ্ডে নিহতদের শাহাদাতের মর্যাদা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

রবিবার (৫ জুন) সকাল ১০ টায় জামেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামেয়ার আলহাবিব ছাত্র সংসদের ২০২২-২৩ সেশনের অভিষেক ও নবীন বরণ অনুষ্ঠান।

এতে ছাত্র সংসদের সভাপতি ও জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা সভাপতির বক্তব্যে বলেন, আজ সারা জাতি ভারাক্রান্ত। সীতাকুণ্ডের  অগ্নিকাণ্ডের ঘটনায় আমরাও মর্মাহত। আজকের পূর্বনির্ধারিত প্রোগ্রাম আমরা অগ্নিকাণ্ডে নিহতদের স্মরনে নিবেদন করছি আল্লাহ তাদের শাহাদাতের  মর্যাদা দিন। গতকালের ঘটনার পরও ওলামায়ে কেরাম অসুস্থদের সেবায় ঝাপিয়ে পড়েছেন।জাতির দুর্যোগ মুহূর্তে ওলামায়ে কেরামের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।আজকের আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আহ্বান হচ্ছে ইসলামদ্রোহী নিপাত যাক, আলেম উলামা জিন্দাবাদ।

বক্তব্য রাখছেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া’র প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা

তিনি বলেন, মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ.-এর স্বপ্ন ছিল এদেশে ইসলামের রাজ প্রতিষ্ঠা। ইনশাআল্লাহ, জামেয়া এপথে অবিচল থাকবে।

র‍্যালীপুর্ব অনুষ্ঠান ও র‍্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেদায়ে মিল্লাত জামেয়ার হোস্টেল সুপার শায়খ আব্দুস সাহেব জামেয়ার শিক্ষা সচিব মুফতি শফিকুর রহমান সাহেব জামেয়ার সিনিয়র মুহাদ্দিস শাহ মমশাদ সাহেব ক্বারী মুশতাক আহমদ সাহেব সাবেক জি এস মুফতি আব্দুর রহমান ইউসুফ জামেয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা মুশফিকুর রহমান মামুন মাওলানা ফাহাদ আমান সাবেক জি এস হাফেজ ফয়ছল মাওলানা মনসুর আহমেদ হাফিজ মিজানুর রহমান

সাবেক জি এস ইকারমুল হক জুনেদ সাবেক জি এস তানজিল আহমদ আল হাবিব ছাত্র সংসদের এ জি এস আব্দুর রহমান অর্থ সম্পাদক হাবিবুজ্জামান সায়হান সহকারী অর্থ সম্পাদক মাহদি হাসান সাহিত্য সম্পাদক আব্দুর কাইয়ুম প্রমুখ

অনুষ্ঠান পরিচালনা করেন,ছাত্র সাংসদের সাবেক জি এস হাফেজ সালেহ আহমদ। নবনির্বাচিত জি এস হাফেজ সানোয়ার হুসাইন।

প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালীতে জামেয়ার ছাত্র উস্তাদ ও বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র অংশ গ্রহণ করেন। সুসজ্জিত র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।