সিলেটের এদারা বোর্ডের হিফজ সমাপনী পরীক্ষার তারিখ ঘোষণা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১২ ২০২০, ০০:২৫

ইলিয়াস সারোয়ার: সিলেটের ‘আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ’ হিফজ বিভাগের সমাপনী পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।

আগামী ২৩ জুলাই ২০২০ রোজ বৃহস্পতিবার থেকে শুরু করে ২৭ জুলাই রোজ সোমবার পর্যন্ত মোট পাঁচ দিনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

গতকাল এদারা বোর্ডের ভারপ্রাপ্ত নাজিমে ইমতিহান মাওলানা মহিব্বুল হক গাছবাড়ি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ জুলাই ২০২০ রোজ শনিবার বেলা ২ ঘটিকার সময় আজাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ ‘র ইমতিহান উপ-কমিটির বৈঠকে ২৩ জুলাই থেকে পাঁচ দিনব্যাপী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া পরীক্ষার রুটিন পরবর্তীতে এদারার ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।