সিলেটের এক কিংবদন্তি আলহাজ্ব আতাউর রহমান’র ইন্তেকাল
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৪ ২০২০, ১৮:৩৮
এম. এম আতিকুর রহমান: সিলেটের এক কিংবদন্তি বীর মুজাহিদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান আজ ২৪ অক্টোবর সকালে মাউন্ট এরোডা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে দেশ বিদেশে শোকের ছায়া বিরাজমান।
তিনি ইউকে প্রবাসী খেলাফত মজলিসের ইউরোপের পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ এর শ্বশুড় এবং কবি সৈয়দ মবনু ও সাংবাদিক সৈয়দ নাসির আহমদের সম্মানিত পিতা।
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সৈয়দপুরের এ কৃতি সন্তান নব্বুইয়ের দশক থেকে সিলেট শহরের শাহী ইদগাহে কয়েক একর জমিতে তৈরি তাঁর সৈয়দপুর হাউস উন্মুক্ত থাকতো দিন রাত ইসলামী আন্দোলনের নেতা কর্মী ও উলামায়ে কেরামদের জন্য।
তিনি ছিলেন ইসলামের বিজয় যারা চান মনে প্রাণে এবং এজন্য সবকিছু ত্যাগ করতে রাজি এমন একজন মানুষ। প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ এর ঘনিষ্ঠ সহচর ছিলেন সৈয়দ আতাউর। আন্দোলন সংগ্রামে ছিলেন মিছিলের সামনের সারীর লোক। নিশ্চিত গুলি হবে এমন মিছিলে প্রিন্সিপাল হাবীবুর রহমান রহ এর সাথে সামনের সারীতে থাকতেন তিনি।
দেশের বাহিরে থেকে অথবা ঢাকা থেকে কোনো বড় আলেম, বুজুর্গ ব্যাক্তি সিলেট গিয়েছেন অথচ চাচার বাসায় যাননি এমন কাউকে খুজে পাওয়া যাবেনা। তাদের মেহমানদারি করার জন্য পাগলপারা থাকতেন।
আল্লাহ তায়ালা এই আলেমভক্ত বীর মুজাহিদ সৈয়দ আতাউর রহমান কে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।