সিরিয়ায় ব্রিটিশ নারী যোদ্ধা নিহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২১ ২০১৮, ০২:২৪


ব্রিটেনের এক নারী যোদ্ধা, যিনি কুর্দি নারী বাহিনী ওয়াইপিজে-তে স্বেচ্ছায় যোগ দিয়ে লড়াই করেছেন, তিনি সিরিয়ায় তুর্কি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে জানা যায়।
নিহত নারী যুদ্ধার মা ডিক ক্যাম্বেল বলছেন, তার মেয়ে অ্যানা (২৬) গত ১৫ই মার্চ আফরিনে মারা যান।

আফরিনের ওপর তুর্কি বাহিনী এখন গোলাবর্ষণ করছে।

গত জানুয়ারি মাস থেকে তুর্কী বাহিনী সিরিয়ার ভূখণ্ডের ভেতরে ঢুকে কুর্দি গোষ্ঠীগুলোর ওপর হামলা চালাচ্ছে।

অ্যানা ক্যাম্বেল ২০১৭ সালের মে মাসে সিরিয়ায় গিয়ে ওয়াইপিজে-তে যোগদান করেন।

শুধুমাত্র নারী যোদ্ধাদের নিয়ে গঠিত ওয়াইপিজে সে সময় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছিল।

ব্রিটেনের পুলিশ এর আগে বার বার করে সিরিয়ায় যাওয়ার ঝুঁকি সম্পর্কে তার দেশের নাগরিকদের সতর্ক করে আসছে।