‘সিরাতে মুস্তাক্বীম’ এর উদ্যোগে স্পেনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
আগস্ট ১৪ ২০১৮, ০০:৩০
আজাদ দ্বীনি এদারার সাবেক সভাপতি আল্লামা হুসাইন আহমদ বারকুটী (রা) ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামান (রা) রূহের মাগফিরাত কামনায় গতকাল সোমবার (১৩ আগস্ট) সিরাতে মুস্তাক্বীমের উদ্যোগে স্থানীয় একটি হলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে,হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদির পরিচালনায়,শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মাসউদ আহমদ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন শায়খ মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা বদরুল হক্ব, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আজমুল ইসলাম সেলিম, বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রফিকুল ইসলাম, কমিউনিটি নেতা সাদ উদ্দিন ও হাফিজ আব্দুল মজিদ প্রমুখ৷
সভায় আগামি ৩রা সেপ্টেম্বর ২০১৮ বার্সেলোনাতে শিশু-কিশোর ইসলামি প্রতিযোগিতার ব্যাপারে পরিকল্পনা গ্রহন করা হয়।