সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ১
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৩ ২০২০, ২০:০৪
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ওই অ্যাম্বুলেন্সের এক যাত্রীর মৃত্যুর হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের আরও ৫ যাত্রী।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী (৬০) বগুড়ার আফরিন জুটমিলের শ্রমিক ও জামালপুরে সরিষাবাড়ী উপজেলার মনারপাড়া গ্রামের বাসিন্দা।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সেরাজুল ইসলাম জানান, বগুড়া থেকে যাত্রী নিয়ে অ্যাম্বুলেন্সটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় পর্যন্ত যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই ওমর আলীর মৃত্যু হয়। আহত হন আরও ৫ জন।
খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিস, হাটিকুমরুল হাইওয়ে ও সলঙ্গা থানা পুলিশ এবং স্থানীয়রা আহতের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।