সিন্ডিকেটের কারণে পুঁতে ফেলা হচ্ছে বিভিন্ন মাদরাসার তোলা শত শত চামড়া
একুশে জার্নাল
আগস্ট ১৩ ২০১৯, ১৫:৩৭
ইলিয়াস সারোয়ার: সৈয়দপুর হাফিজিয়া হোসাইনিয়া আরাবিয়া দারুল হাদীস মাদরাসার প্রায় ৮০০ চামড়া সিন্ডিকেটের কারণে বিক্রি না হওয়া মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে ৷ গহরপুর জামিয়ার সকল চামড়াও একইভাবে পুঁতে ফেলা হয়েছে ৷ এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাদরাসার উত্তোলিত চামড়া এভাবে পুঁতে ফেলা হচ্ছে বলে খবর পাওয়া গেছে ৷
মঙ্গলবার দুপুর ২টার দিকে শফিকুল ইসলাম শফিকের এক ফেসবুক লাইভে দেখা গেছে, সৈয়দপুর মাদরাসা প্রাঙ্গণে রাখা শত শত চামড়া গর্ত খনন করে পুঁতে ফেলা হচ্ছে ৷
লাইভে উক্ত মাদরাসার এক শিক্ষক জানান, মাদরাসা কর্তৃপক্ষ ও গ্রামবাসী গতকাল সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করেও কোন ক্রেতা না পাওয়ায় এবং আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্তও কোন ক্রেতা না পাওয়ায় গ্রামবাসী বিফল মনোরথে এই চামড়াগুলোকে মাদরাসা প্রাঙ্গণে পুঁতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ এটি আমাদের কওমী মাদরাসা ইতিহাসে, বিশেষ করে আমাদের সৈয়দপুরের ইতিহাসে প্রথম ঘটেছে ৷
তিনি যুব আলেম ও বোর্ড কর্তৃপক্ষকে চামড়া শিল্পের ব্যবসাকে গুরুত্বের সঙ্গে গ্রহণের আহ্বান জানান ৷
হাফেজ মাওলানা হাবীব বলেন, বাংলাদেশে চামড়া শিল্পের চলমান পরিস্থিতিতে কওমী মাদরাসা সংশ্লিষ্ট সবাই আহত হয়েছে ৷ আমি মনে করি, এতে শুধু কওমী মাদরাসা নয়, পুরো বাংলাদেশেরই অপূরণীয় ক্ষতি হয়েছে ৷
তিনি আরও বলেন, প্রশিক্ষণ না থাকায় আমরা চামড়াগুলো শোধন করতেও পারছি না ৷ যে কারণে চামড়া সিন্ডিকেটকে সমুচিৎ জবাব দেয়ার জন্য আমরা চামড়া পুঁতে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছি ৷
আন্তর্জাতিক বাজারে চামড়ার মূল্যের তুলনায় বাংলাদেশে অনেক রম কেন এমন প্রন্নের জবাবে বলেন- ‘এটা আমাদের ব্যর্থতা ৷ আমরা চামড়া শিল্পকে ব্যবসা হিসেবে নিতে পারিনি ৷ তাই যারা এ ব্যবসা করছে তারা যথেচ্ছাচার করছে ৷
তিনি মাদরাসা সংশ্লিষ্ট মুরুব্বীদেরকে চামড়া সংক্রান্ত ফলপ্রসু পদক্ষেপ নিতে আহ্বান জানান ৷
মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ ফখরুল ইসলাম বলেন, এই চামড়া সংগ্রহে আমাদের অনেক খরচ হয়েছে ৷ তবু মুরুব্বীদের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি ৷ আল্লাহ আমাদের এই ক্ষতি অন্যভাবে পুষিয়ে দিবেন ৷
জামিয়া গহরপুরের কারী মাওলানা গুলজার আহমদ জানান, গহরপুর মাদরাসার চামড়াও এভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছে ৷
তিনি বলেন, বাংলাদেশের পাট শিল্প, কৃষি শিল্প নষ্টের পর চামড়া শিল্পও ধ্বংসের পথে ৷ আমাদের সকলের এই শিল্পকে রক্ষা করতে এগিয়ে আসা উচিত ৷
https://facebook.com/100007966298412/videos/2390606111214909/