সিগারেটের আগুনে ভস্মীভূত রিকশা গ্যারেজ
একুশে জার্নাল
মার্চ ০৮ ২০২০, ১২:১২
কাজী রিফাত জাহান,চট্টগ্রাম প্রতিনিধি: বাকলিয়ায় শাহ আমানত সেতুর পাশে রিকশা গ্যারেজ ও দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিগারেট থেকে এই আগুনের উৎপত্তি বলে মনে করা হচ্ছে। শনিবার (০৭ মার্চ) সন্ধ্যা ৭টায় আগুনের সূত্রপাত হয় । অগ্নিকাণ্ডে ক্ষয়- ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা ।
খবর পেয়ে খাতুনগঞ্জের লামার বাজার ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আজগর আলীর মালিকানাধীন ওই রিকশা গ্যারেজ ও ভাতের দোকানে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।