সিংগাইরে তাবলীগে আসা ব্যক্তির করোনা সনাক্ত; পৌর এলাকা লকডাউন
একুশে জার্নাল
এপ্রিল ০৫ ২০২০, ২০:৪২

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): গতকাল শনিবার (৪ এপ্রিল) মানিকগঞ্জের সিংগাইরে তাবলীগ জামায়াতে আসা এক ব্যাক্তির করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
আক্রান্ত ব্যক্তির নাম আব্দুল বাকী। বয়স ৬০ বছর।তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের বাসিন্দা।
গত ২৪ শে মার্চ ১২ সদস্যের একটি তাবলীগ দল সিংগাইর পৌরসভার আজিমপুর নয়াডাঙ্গী বায়তুল মামুর জামে মসজিদে আসে। শনিবার (৪ এপ্রিল) আক্রান্ত ব্যক্তির মধ্য করোনার উপসর্গ দেখা দিলে এক আত্মীয়র সাথে ঢাকা আইইডিসিআর-এ গিয়ে করোনা পরীক্ষা করলে করোনা সনাক্ত হয় এবং তাকে আইইডিসিআর এর তত্বাবধানে রাখা হয়।
এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহি অফিসার রুনা লায়লা জানান- আইইডিসিআর থেকে শনিবার ১২ টার দিকে খবর পাওয়া মাত্র পুরো সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন করা হয়েছে এবং জামায়াতে থাকা বাকী সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পাশাপাশি সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে।
সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন ও পৌর এলাকা লকডাউন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে উপজেলা নির্বাহি অফিসার রুনা লায়লা।