সিংগাইরের জামশায় করোনা প্রতিরোধে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করছে গ্রামবাসী
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৭ ২০২০, ১৯:০১
মিলন মাহমুদ (মানিকগঞ্জ) : সিংগাইর উপজেলার জামশা গ্রামকে করোনা ভাইরাস মুক্ত রাখতে প্রতিদিনই জীবানু নাশক স্প্রে করার উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সমাজ।
স্থানীয় সমাজ সেবক জনাব ফজলুল হক মোল্লার নেতৃত্বে জামশা বাজার ও আসেপাশের প্রতিটি বাড়ির আঙিনায় নিয়মিত করোনা ভাইরাস প্রতিরোধী জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।
প্রতিদিনই কাঁধে স্প্রে মেশিন নিয়ে রাস্তায় নেমে পরে যুবকরা। উদ্দেশ্য একটাই সকলকে সুরক্ষিত রাখা।
এ বিষয়ে ফজলুল হক মোল্লা একুশে জার্নালকে জানান- করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সকলকে কাজ করে যেতে হবে। দেশটা আমাদের, আমাদেরই তা রক্ষা করতে হবে। তিনি আরো জানান -তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সামনে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হবে।
এ কাজে নিয়মিত সহায়তা করেন -পলাশ মোল্লা, ড্যানি রাজ, সুজন সহ এলাকার যুব সমাজ।
তাদের এ কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে আরো অনেক ব্যক্তি নিজ নিজ উদ্যোগে নিজের পাড়া মহল্লায় জীবাণু নাশক স্প্রে করার উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য যে দেশব্যাপী করোনা ভাইরাসের পাদুর্ভাবে জামশা গ্রামের প্রতিটি বাজারের দোকানপাট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ আছে।শুধু মাত্র ঔষুধের দোকান ও মুদি দোকান গুলি খোলা থাকে।তবে নিয়মিত সকালে বাজার বসে যেখানে বিভিন্ন এলাকার জনগনের সমাবেশ ঘটে।
এ কারনেই নিয়মিত বাজারে জীবাণুনাশ স্প্রে করার এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।