সাড়ে ৪ মাসে পবিত্র কুরআন মুখস্ত করলো প্রাথমিকের ছাত্র আবদুল আউয়াল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৩ ২০২০, ১৪:১৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আবদুল আউয়াল। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ে শতভাগ নম্বর পেয়ে এখন চতুর্থ শ্রেণিতে পড়ছে ৯ বছরের এই শিশু।

স্কুলের পাশাপাশি সম্প্রতি মাদ্রাসায়ও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল অসম্ভব মেধাবী এই ছাত্র।

গত বছর আগস্টে ফরিদগঞ্জ উপজেলা সদরে জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ভর্তি হয়ে মাত্র সাড়ে ৪ মাসে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করে।

আব্দুল আউয়াল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের মৌলভি বাড়ির মো. মোশারফ হোসেন মাস্টার ও মাজেদা আক্তারের বড় সন্তান।

জানা যায়, চাচা মুফতি মুনওয়ার হোসেন এবং দাদির একান্ত ইচ্ছা যে মেধাবী আব্দুল আউয়াল কোরআনে হাফেজ হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের পড়াশোনার পাশাপাশি ২০১৮ সালের ১২ আগস্ট একটি মাদ্রাসায় আরবি পড়ার জন্য ভর্তি করা হয় তাকে।

সেখানে নুরানি ও নাজেরা পড়াশোনা কৃতিত্বের সঙ্গে শেষ করে একই মাদ্রাসায় হিফজ বিভাগে উত্তীর্ণ হয়। পরে ৩১ আগস্ট ২০১৯ সালে সে হিফজ পড়া শুরু করে এবং গত ৩০ জানুয়ারি পুরো কোরআন মুখস্ত করে সে কোরআনের হাফেজ স্বীকৃতি লাভ করে।