সাহেদরা নারায়ণগঞ্জেও আছে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৬ ২০২০, ১৯:২৯

স্টাফ করেসপন্ডেন্ট

দুর্নীতি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কোনো ইস্যু নয় বরং বাংলাদেশের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সকল স্তরে দুর্নীতি বিদ্যমান। প্রতিবছরের টিআইবির রিপোর্ট মতে বাংলাদেশ দুর্নীতির শীর্ষ তালিকায় স্থান করে নেয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। চলতি বছরের ২১ জুন টিআইবির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে দুর্নীতি শত গুণ বেড়েছে। মনে হয় যেন করোনা দুর্নীতির দ্বার উন্মুক্ত করে দিয়েছে।

করোনা টেষ্ট রিপোর্ট জালিয়াতির দায়ে গ্রেফতার হয়েছে রিজেন্ট হসপিটালের চেয়ারম্যান সাহেদ করীম ও জেকেজির কর্ণধার ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফ চৌধুরী।

দুর্নীতির সঙ্গে জড়িত শুধু ঢাকার সাহেদ ও সাবরিনাই নয় বরং সাহেদরা নারায়ণগঞ্জেও বাস করে। এমনই অভিযোগ জানিয়ে তার ফেসবুক স্ট্যাটাসে নিজের অভিমত প্রকাশ করেছেন দৈনিক সংবাদ চর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুন্না খান।

একুশে জার্নালের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো…

সাহেদের মতো আরও সাহেদ রয়েছে নারায়ণগঞ্জে যারা গানম্যান নিয়ে ঘুরেন, প্রভাবশালীদের সাথে ছবি তুলেন, প্রশাসনের সাথে ছবি তুলেন, নির্বাচন এলে নমিনেশন পেপার কিনেন,যারা ৫০০ প্যাকেট ত্রাণ দিয়ে ৫০,০০০ হাজার প্যাকেট মিডিয়ায় প্রচার করেন, কালো চশমা পরেন, সুন্দরী মেয়েদের সাথে সেলফি তুলে নিজের জনপ্রিয়তার বহি:প্রকাশ ঘটান তাদের কী হবে…?

মাননীয় মন্ত্রী, মেয়র, সাংসদ, ডিসি, এসপি মহোদয়ের কাছে প্রশ্ন এবং অনুরোধ নারায়ণগঞ্জ কলংকিত হওয়ার আগে ব্যবস্থা নিবেন, নাকি ধরা খেলে বলবেন জানা ছিলো না?