সাহিত্য সম্মাননা পেলেন তরুন কবি রিপন চক্রবর্তী(চকিত প্রাচুর্য)
একুশে জার্নাল
নভেম্বর ০৭ ২০১৮, ০৫:৫৮
আন্তর্জাতিক ইতিহাস ও সাহিত্য সম্মেলনে সাহিত্য সম্মাননা পেলেন তরুন কবি বাংলাদেশ লেখক ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক রিপন চক্রবর্তী(চকিত প্রাচুর্য)
গত(৪নভেম্বর)রবিবার, কক্সবাজার হোটেল সিলভার সাইন অনুষ্ঠান অডিটোরিয়ামে আন্তর্জাতিক ইতিহাস ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কবি রিপন চক্রবর্তী সাহিত্যে অবদান রাখায় আন্তর্জাতিক সাহিত্য সম্মানা পদক প্রদান করেন, কবির হাতে সম্মাননা তুলে দেন সাবেক অতিরিক্ত মৎস্য সচিব কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম।
সম্মাননার বিষয়ে জানতে চাইলে কবি বলেন আজ আমি খুবই আনন্দিত, এই সম্মাননা আমার শুভার্থীদের উৎসর্গ করলাম।