সারাদেশে সাংবাদিক নির্যাতন এবং হয়রানির প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৬ ২০২০, ১৫:০৪

এহসান বিন মুজাহির : দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান এর মামলা প্রত্যাহার, ঢাকা ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এর সন্ধান ও বাংলাদেশ প্রতিদিন এর মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন এর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌন মিছিল ও মানববন্ধন করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সেক্রেটারি এম ইদ্রিস আলী, দৈনিক খোলাচিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি দিপঙ্কর ভট্টাচার্য লিটন, সাংবাদিক মামুন আহমেদ, সাংবাদিক কাওছার ইকবাল, আতাউর রহমান কাজল, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ, বাংলা ট্রিবিউন এর মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসকাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, দৈনিক ইনকিলাবের আনোয়ার হোসেন জসিম, দৈনিক খবরপত্রের শ্রীমঙ্গল প্রতিনিধি অধ্যক্ষ এহসান বিন মুজাহির, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমদ, দৈনিক করতোয়ার শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুশ শকুর, আনন্দ টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল আহমদ পাপ্পু, দেশ রুপান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি আহমেদ এহসান সুমন, আমাদের সময়ের শ্রীমঙ্গল প্রতিনিধি অরবিন্দু দেব, দৈনিক মানবকণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি ফারুক আহমদ, সাংবাদিক ঝলক দত্ত, সুভাষ দাশ তপন, সুলতান মাহমুদ এবং জামাল হোসেন প্রমুখ।

সমাবেশে সাংবাদিকরা বলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাংবাদিক আরিফুলের বাসায় গিয়ে দরজা ভেঙ্গে প্রবেশ করে স্ত্রী-সন্তানের সামনে মারধর করা হয়। এমনকি তার হাতে মদের বোতল ও গাঁজা রাখার অভিযোগ তুলে এক বছরের কারাদÐ দেওয়া হয়, এ ঘটনা সারাদেশের সাংবাদিকদের জন্য একটি অশনিসংকেত। এই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রশাসনের সেই কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান এর মামলা প্রত্যাহার, ঢাকা ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এর সন্ধান ও বাংলাদেশ প্রতিদিন এর মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন এর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিও জানানো হয়।