সারাদেশে মহাসমারোহে মুজিব জন্মশতবার্ষিকী পালিত
একুশে জার্নাল
মার্চ ১৭ ২০২০, ২৩:৫৩

সারাদেশে মহাসমারোহে মুজিব জন্মশতবার্ষিকী পালিত হয়েছে আজ। গত রাত বারোটা থেকে আতশবাজি, কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো ইত্যাদির মাধ্যমে এর আনুষ্ঠানিকতার শুরু হয়। চলে সারাদিন ব্যাপী আরো নানান কার্যক্রম।
সারাদেশ থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরের একাংশ নিম্নে উপস্থাপন করা হলো-
রূপগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে বিশালাকার কেক কেটে মুজিববর্ষ উদযাপন
মাহবুবুর রহমান রূপগঞ্জ, নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া শাহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল হাসান তুহিনের সঞ্চালনায় উপজেলা যুবলীগ কার্যালয়ে মুজিববর্ষের কেক কেটে জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন যুবলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গদখালী ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন
যশোর জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের হতদরিদ্র লোকজনের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১০টায় গদখালীতে দরিদ্রের ডিলার খাঁ ট্রেডাস এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গদখালী ইউনিয়ন পরিষদের চেয়্যারমান মিজানুর রহমান ও,ইউপি সদস্য নজরুল ইসলাম,ঝিকরগাছা মানবাধিকার কমিশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক-আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা মানবধিকার কমিশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন,সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা ফয়েজ আহম্মেদ, শান্ত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। স্বল্পমূল্যের এ খাদ্যশস্য বিতরণ কার্যক্রমে গদখালীতে ৫০৮ টি দরিদ্র পরিবারের প্রত্যেককে দশ টাকা কেজি দরে ৩০কেজি করে চাল বিতরণ করা হয়।
গদখালী ইউনিয়ন এর ইউপি সদস্য নজরুল হোসেন বলেন,”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে দরিদ্রদের মাঝে দশ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ঝিকরগাছা মানবাধিকার কমিশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন বলেন,খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী গদখালীর দরিদ্র পরিবারের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। এতে ইউনিয়নের ৫০৮ টি পরিবার দশ টাকা কেজি দরে ৩০কেজি করে চাল উত্তোলন করতে পারবেন সংশ্লিষ্ট ডিলারের দোকান থেকে।
সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
রেজওয়ান উল্লাহ, কলারোয়া প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নানান আয়োজনে দিবসটি স্বল্প পরিসরে উদযাপন করা হয়েছে। ১৭মার্চ মঙ্গলবার রাত ১২-০১ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, থানা প্রশাসনের পক্ষে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস, কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী,কলারোয়া পৌর সভার পক্ষে ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আ: রব। পরে সকাল ৭টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান,কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ,শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম,শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ,শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী,শিক্ষক নেতা বদরুজ্জামান,মাস্টার শহিদুল ইসলাম,সাংবাদিক শামসুর রহমান লাল্টু, কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ,মডেল হাইস্কুলের পক্ষে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক রুহুল আমিন,মাস্টার উত্তম কুমার দাস, কলারোয়া পাবলিক ইনস্টিউটের পক্ষ থেকে সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম,অধ্যাপক তপন মন্ডল,অধ্যাপক অসিত কুমার ঘোষ,কলারোয়া মহিলা আ’লীগের পক্ষে সভানেত্রী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)র পক্ষে আনোয়ার হোসেন, শিশু ল্যাবরেটরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে অফিস স্টাফ নিয়াজ আহম্মেদ খাঁন, আব্দুল জলিলসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্রদের ছাগল ও এতিমদেরকে খাবার বিতরণ করা হয়। এ দিকে কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ,বৃক্ষ রোপন,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়,মুরারীকাটী মাধ্যমিক বিদ্যালয়,বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি ’করোনা ভাইরাসের’ কারনে স্বল্প পরিসরে উদযাপন করা হয়েছে বলে জানা যায়।
মুজিববর্ষে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন
মুজিববর্ষ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ন্যায্যমূল্যে টিসিবির পন্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে টিসিবির পন্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনের ফলে এখন থেকে প্রতিদিন টিসিবির ডিলার শামীম এন্টারপ্রাইজ বিশ্বনাথে প্রতি লিটার সোয়াবিন তেল ৮০ টাকা, প্রতি কেজি পিয়াজ ৩৫ টাকা এবং প্রতি কেজি চিনি ও ডাল ৫০ টাকা দামে বিক্রি করবে।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। মানুষের দুঃখ-কষ্ট লাগবের জন্য টিসিবির মাধ্যমে নিত্যাপ্রয়োজনীয় পন্য সামগ্রী ন্যায্যমূল্যে সর্বসাধারণের হাতের লাগালে প্রতিনিয়তই পৌঁছে দিচ্ছেন সরকার। আর এবার হচ্ছে মুজিববর্ষের উপহার। তাছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছেন।
বিশ্বনাথ নতুন বাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদের সভাতিত্বে ও কোষাধ্যক্ষ নবীন সোহেলের পরিচালনায় ন্যায্যমূল্যে টিসিবি পন্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ সেলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন থানার এসআই অলক কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আবদুল মতিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডাঃ বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, দক্ষিণ কোরিয়া প্রবাসী দিলওয়ার হোসেন, যুবলীগ নেতা সায়েদ আহমদ, এমদাদ হোসেন নাঈম, সাইদুল ইসলাম, মহানগর ছাত্রলীগ নেতা এমদাদুল হক মিলাদ, জাকির আহমদ, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ প্রমুখ।
মাধবপুরে মুজিববর্ষে জাতীয় কাবাডি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা পুলিশ প্রশাসনের আয়োজনে সোমবার (১৭ই মার্চ) মুজিববর্ষ উপলক্ষে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া কাবাডি খেলার আয়োজন করা হয়।
আজ ১৭ ই মার্চ মুজিব শততম বার্ষিকী উপলক্ষে
বাংলাদেশ পুলিশ হবিগঞ্জ জেলার আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় খেলা কাবাডি অনুষ্ঠিত।
মঙ্গলবার ১৭ মার্চ বিকাল ৪টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়, উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহন করে, ৫নং আন্দিউড়া(সদর) ইউনিয়ন বনাম ২নং চৌমিহনী ইউনিয়ন এর মধ্যে এ খেলাটির আয়োজন করে।
কাবাডির খেলার উদ্বোধন করেন, মাধবপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, সংঙ্গে ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন।
এতে উপস্থিত ছিলেন,বহরা ইউনিয়ন চেয়াম্যান আরিফুর রহমান, আন্দিউড়া ইউনিয়ন চেয়াম্যান মোস্তাক খান হেলাল, সাবেক প্রেসক্লাবের সভাপতি রোকন উদ্দিন উদ্দিন লস্কর, সাবেক সম্পাদক মোঃমিজানুর রহমান,সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম, আব্দুল আহাদ মেম্বার,ফরিদ মেম্বার,মালাই মেম্বার,সাদেক মেম্বার,তাপস দাস মেম্বার,ধনু মিয়া মেম্বার,আবুহানিফ মেম্বার প্রমূখ।
খেলাটি পরিচালনা করেন,মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনিরুল ইসলাম ও মাধবপুর থানার এস,আই জহিরুল ইসলাম।
কুমারখালীর যদুবয়রাতে দোয়া মাহফিল ও কেক কেটে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন
সাকিব আহমেদ রবি: কু্ষ্টিয়ার কুমারখালীর যদুবযরা জয় বাংলা বাজারে দোয়া মাহফিল আলোচনা সভা ও কেক কেটে মুজিব জন্ম শত বার্ষিকী উদযাপন ।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও কুমারখালী উপজেলা ছাত্রলীগের সিঃসহ-সভাপতি মোঃহাফিজ মাহমুদ ফরায়েজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, যদুবয়রা ইউনিয়ন অাওয়ামীলীগের অাহবায়ক কমিটির সিঃসদস্য মিজানুর রহমান মিজান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত যদুবয়রা ইউনিয়ন অাওয়ামীলীগের অন্যতম নেতা, সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান সাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য লুৎফর রহমান মাষ্টার, সোহরাব হোসেন,যদুবয়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অাব্দুল মোমিন ফরায়েজী, অাওয়ামীলীগ নেতা অাব্দুল কাইয়ুম ফরায়েজী,ইউনিয়ন অাওয়ামীলীগের সাবেক সহ -সভাপতি অাব্দুল লতিফ বিশ্বাস লাইফা, অাক্তারুজ্জামান খবির, ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা সাইদুল ইসলাম,
মতিয়ার রহমান, সায়েদুল ইসলাম বাবুল, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সবুজ অালী, যদুবয়রা ইউনিয়ন অাওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ ফজলুর রহমান ঢালি, থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-অাহবায়ক অারব অালী রনজু,
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রভাষক আনিসুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক রনজু আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা,সহ-সভাপতি জাকির হোসেন,স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রনজু আহমেদ, বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা আদনান রহমান আশা, আব্দুল মতিন, সুজন প্রমুখ।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের ব্যাতিক্রমধর্মী উদ্যোগ
আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা সাতক্ষীরার শ্যামনগর। নদী, নালা ও সুন্দরবন দিয়ে বেষ্টিত এই অনেক সুন্দর, যেন চির সবুজের মায়ার নগর। এই উপজেলা অনেক সেচ্ছাসেবী সংগঠন থাকলেও “শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক” বার বার আলোচিত হয়েছে তাদের ব্যাতিক্রম ধর্মীয় উদ্যোগ গ্রহণ এর জন্য।
আজ বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে ঠিক এমনি এক ব্যাতিক্রম ধর্মীয় উদ্যোগ গ্রহণ করেছে সংগঠন টি। যখন সারা বিশ্ব “করোনা” ভাইরাস নিয়ে আতঙ্কিত ঠিক তখন শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের সদস্যরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করার পাশাপাশি ফ্রি মাস্ক বিতরণ করছেন। আজ এই ব্যাতিক্রম ধর্মীয় উদ্যোগ গ্রহণ এর জন্য এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।
শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগে সংগঠন টি রক্তদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানো, শীতার্ত মানুষকে শীতের পোশাক, অসহায় দুস্থ মানুষকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা, দরিদ্র ও এতিম মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র আল-কুরআন বিতরণ সহ অনেক কল্যাণকর কাজ ইতোমধ্যে এলাকার সুধী মহলের দৃষ্টি কেড়েছে।
শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের সদস্যরা সবসময় নিরলসভাবে এলাকার মানুষের বিপদে আপদে যেভাবে পাশে দাড়াচ্ছেন তা সত্যিসত্যিই প্রশংসার দাবিদার। এরকম মহৎ কাজ করা সংগঠন দেশের প্রতিটি এলাকায় বিস্তার লাভ করুক এমনটাই এলাকা বাসীর প্রত্যাশা।
মুজিববর্ষ উদযাপনে দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে জিটিসি ছাত্রলীগ
এস এইস আবীর, ক্যাম্পাস প্রতিনিধি জিটিসি, মহাখালী, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ।
সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক জুয়েল মোড়লের নেতৃত্বে ১৭ই মার্চ ভোর ৬টায় ধানমন্ডি ৩২নাম্বার জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানানোর মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে তারা।
বঙ্গবন্ধুর রুহের আত্মার মাগফেরাত কামনা করে তিতুমীর কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষ করে বেলা ১২টা থেকে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।
তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। নিজেদের বাঙালি ও স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছি। পৃথিবীতে কালে-কালে অনেক নেতা এসেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর কারিশম্যাটিক নেতৃত্ব অবিসংবাদিত নেতায় পরিণত করেছিল যা কল্পনিয়। তিনি ২৩ বছরের রাজনৈতিক জীবনে প্রায় ১৩ বছরের মতো শুধু নিপীড়িত জনগণের অধিকার আদায়ে কারাগারে কাটিয়েছেন।কেন্দ্রীয় নির্দেশনার কারণে আজ আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে বড় পরিসরে স্মরণীয় করে রাখতে না পারলেও আমাদের কর্মের মাধ্যমে তার আদর্শকে বুকে লালন করে স্মরণীয় করে রাখবো বলে জানান।
সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর বাঙালীর কালজয়ী নেতা হিসেবে সমগ্র বাঙালীর হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জাতির জনক হিসেবে বাঙালীর প্রিয়নেতা নয় বঙ্গবন্ধু সারা বিশ্বের মহান নেতা হিসেবে শোষিত ও বঞ্চিত মানুষের চির প্রেরণার কন্ঠস্বর হয়ে থাকবে। বঙ্গবন্ধুর দেশপ্রেমের আদর্শ সকল প্রজন্মের কাছে সমানভাবে অনুকরণযোগ্য বলে মনে করেন।
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বঙ্গবন্ধু গ্যালারীর শুভ উদ্বোধন
প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার ১৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ ঘটিকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব একেএম কামরুজ্জামান মামুন প্রথমে বঙ্গবন্ধু গ্যালারির শুভ উদ্বোধন করেন। পরে বৃক্ষরোপণ পর্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক/কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। সরকারি ভাবে অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে করার আদেশের কারণে প্রস্তুতি থাকা সত্বেও সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আলোচনা স্থগিত করা হয়। তবে সহকারী শিক্ষক পল্লব হালদার, শারমিন আক্তার ও নাওয়াব রেজার উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে রচিত শিক্ষার্থীদের নিকট হতে সংগৃহীত কবিতা, গল্প, জীবনী, অঙ্কিত ছবি সম্বলিত দেয়াল পত্রিকা ‘নক্ষত্র’ উন্মোচন করা হয়।
অনুষ্ঠানমালার বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব একেএম কামরুজ্জামান মামুন, প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান শেখ, সহকারী প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রদীপ কুমার দেবনাথ, ম্যানেজিং কমিটির সদস্য জনাব মো. কাজী ইয়ার খাঁন, সারোয়ার আলম, জুনায়েদ মিয়া, সহকারী শিক্ষক মো. বশির আহমেদ, আলাউদ্দিন আহমাদ, আ ন ম বদরুল কবীর, মীর রুবিয়া আক্তার, রোকসানা আক্তার, সুমন চন্দ্র পাল, চন্দন কুমার সরকার, রেজাউল করিম, গোবিন্দ চন্দ্র নাথ, পল্লব হালদার, শারমিন আক্তার, মো. রেজাউল জহির, নাওয়াব রেজা, মশিউর রহমান, এমএমএস বিল্লাল মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।
ফরিদপুরের ভাঙ্গায় মুজিববর্ষ পালিত
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে অাজ ১৭মার্চ সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যেগে ফরিদপুর-৪ অাসনের জনপ্রিয় সাংসদ মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর নেত্বত্বে উপজেলা চত্বর থেকে এক বণাঢ্য র্র্যালী বের হয়ে তা ভাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে স্হাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
এর পরে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, দুস্হ ভুমিহীনদের জমি হস্তান্তর, জেলেদের মধ্যে জাল বিতারন, সহজ শর্তে ৫০হাজার টাকার চেক প্রদান এবং নতুন ভোটারদের অাই ডি কার্ড বিতরনসহ নানা কর্মসূচি পালন করা হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ অাসনের জনপ্রিয় সাংসদ মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান অাল হাবিব, ভাঙ্গা থানা সার্কেল এডিসনাল এসপি গাজী রবিউল ইসলাম, ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যন মাওঃ মোঃ ইসহাক মোল্লা, ভাঙ্গা থানা ওসি মোঃ শফিকুর রহমান, সাবেক ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্হ্য কর্মকর্তা মহাসিন ফকির প্রমুখ।