সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে “ইসলামী যুব আন্দোলন” এর উদ্যোগ
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৯ ২০২০, ১৯:১৫

জসিম উদ্দীন মিছবাহ/ বাঁশখালী প্রতিনিধি;
কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাসের অশুভ ছোবলে আজ আক্রান্ত আমাদের প্রিয় বাংলাদেশ। প্রায় ১ সপ্তাহ পর্যন্ত জনজীবন স্থবির হয়ে আছে। এই অস্বাভাবিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ শ্রেণীর খেটে খাওয়া মানুষগুলো। যারা ‘দিন এনে দিন খেয়ে’ জীবিকা নির্বাহ করে তাদের করুন আর্তনাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত দুই/তিন দিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে অসহায় এই মানুষগুলোর পাশে দাড়াঁনোর জন্য আমাদের কাছে নানারকম আবেদন-নিবেদন আসছে।
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে দেশব্যাপী গনসচেতনতা তৈরির লক্ষ্যে আমরা আমাদের সাধ্যানুযায়ী লিফলেট, মাইকিং, হ্যান্ডওয়াশ, মাস্ক, সাবানসহ নানাবিধ উপকরণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের আরও বড় কিছু করার ইচ্ছা থাকলেও সামর্থের সীমাবদ্ধতায় কুলিয়ে উঠতে পারছিনা। মানুষের পাশে থাকার ধারাবাহিক পদক্ষেপের এপর্যায়ে আমরা খাদ্য সংকটে নিপতিত কিছু সংখ্যক অসহায় মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করছি। আর এ কাজটি সুন্দরভাবে সম্পন্ন হতে পারে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে। আমরা টার্গেট নিয়েছি যত বেশি সংখ্যক মানুষকে সম্ভব আমরা এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করবো, তবে তা নির্ভর করবে সংগৃহীত ফান্ডের উপরে। প্রাথমিক পর্যায়ে আমরা ন্যূনতম ১০০০/- টাকার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে অসহায় পরিবারের কাছে পৌঁছাতে চাই। প্রত্যেক পরিবার পাবেন- চাল ১০ কেজি, আটা ২ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, তৈল ১ লিটার, সাবান কাপড় ধোয়া ১টি, সাবান গায়ে মাখা ১টি, লবন ইত্যাদি।
চাইলে আপনারাও শরিক হতে পারেন এই মহতী উদ্যোগে।
আতিক: ০১৬১২২৯২৭৬৯ [বিকাশ], নেছার: ০১৭১১১৫৯৬৭৬ [বিকাশ], মুজাহিদ:০১৫১১৪১৬২১৬ [বিকাশ], ০১৯১১৪১৬২১৬ [রকেট]
কিছু হৃদয়বান মানবতাবোধ সম্পন্ন ভাই-বোনদের অর্থায়নে ইসলামী যুব আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম আজ দেশের বিভিন্ন এলাকায় চলমান মহামারীতে দুর্দশাগ্রস্ত অসচ্ছল পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। গতকাল আপনাদের তরফ থেকে যে অর্থ সাহায্য আমাদের হাতে পৌঁছেছিল তা দিয়ে আজ প্রায় ৯০টি পরিবারের কাছে নির্দিষ্ট একটি ফুড প্যাকজ পৌঁছে দিয়েছি। সংযুক্ত ছবিতে দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকায় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান এবং ডেমরা এলাকায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর আহমদ সাকি ও কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুন্নবী খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দিচ্ছেন। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনিও চাইলে এ মহৎ কাজে সম্পৃক্ত হতে পারেন।
আহবানে কে এম আতিকুর রহমান,সভাপতি মাওলানা নেছার উদ্দীন সেক্রেটারি, ইসলামী যুব আন্দোলন, কেন্দ্রীয় কমিটি।