সামাজিক দূরত্ব নিশ্চিতে তৎপর সেনাবাহিনী
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৬ ২০২০, ২২:৪৮
রেজওয়ান উল্লাহ,কলারোয়া প্রতিনিধি: করোনার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি মাঠে তৎপর সেনাবাহিনী। জনগণকে সচেতন করার পাশাপাশি আইন ভাঙলে নেয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। এদিকে, করোনা প্রতিরোধে পাড়া মহল্লায় ব্যাক্তি উদ্যোগে সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। সহযোগিতা করছে বিভিন্ন সামাজিক সংগঠন।
প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় আজ (বৃহবৃহস্পতিবার) থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করায় অনেকটা প্রাণহীন হয়ে পড়েছে কলারোয়া খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছে ঘর থেকে।
করোনার সংক্রমণ ঠেকাতে প্রশাসনের সহযোগিতা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব সৃষ্টির পাশাপাশি মানুষকে সচেতন করারও কাজ করছেন সনা সদস্যরা। ছাড়া উপজেলার সব বাজারে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ব সাস্থসংস্থার বেধে দেয়া নিয়ম মানতে উদ্বুদ্ধ করার পাশাপাশি আইন অমান্য কারিদের বিরুদ্ধে নেয়া হচ্ছে।
এদিকে, সরকারের নানা উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও উপজেলায় বিভিন্ন মহল্লায় সচেতনতা কার্যক্রম চালাচ্ছে অনেকে। হ্যান্ড সেনিটাইজার বিতরণ, প্রতিষেধক স্প্রে করার পাশাপাশি হাত ধোয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনা ভাইরাসে ঝুঁকি কমাতে এগিয়ে আসার আহ্বান কলারোয়া বাসীর।