সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল দর্শনীয় স্থান বন্ধ ঘোষনা
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৯ ২০২০, ১৮:৩২
মোঃইয়াসিন,সাভার প্রতিনিধি
দেশের মানুষের সার্বিক স্বাস্থ্যের কথা চিন্তা করে,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এক জরূরী বিজ্ঞপ্তি ঘোষণা করে সাভার উপজেলা এলাকায় অবস্থিত সকল ব্যক্তিমালিকানাধীন সকল পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র(পার্ক), কমিউনিটি সেন্টার এবং দর্শনীয় স্থান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
বুধবার (১৮ মার্চ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের উদ্দেশ্যে এ বিজ্ঞপ্তি জারি করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।
ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক সহ সাভারের সকল বিনোদন কেন্দ্র তাই পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ গতকাল(১৮ মার্চ) থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রস্তুতিকে কেন্দ্র করে বন্ধ রয়েছে।
উল্লেখ্য কোভিড১৯ (করোনা) ভাইরাসের প্রাদুর্ভাব রোধে উপজেলা প্রশাসন এ বিশেষ উদ্যোগ গ্রহন করেন।