সাভারে সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক ও রিকশা চালক নিহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৮ ২০২০, ২০:৩৮

মোঃ ইয়াসিন, সাভার প্রতিনিধি: বুধবার (৮এপ্রিল) সকাল ১১টায় সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী মরিয়ম আক্তার(৩৫) নামের এক গার্মেন্টস কর্মী ও রিকশা চালক রিয়াদ(৩৩) নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত গার্মেন্টসকর্মী রিকশা যোগে বাড়ী ফেরার পথে ধামরাই গামী একটি কাভার্ড ভ্যান তার বহনকৃত রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে রিকশা আরোহী ও গার্মেন্টস কর্মী নিহত হয়।

আহত রিকশা চালককে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাকটিকে(ঢাকা মেট্র-ট ১১-৯৩২৪) ড্রাইভারসহ সাভার বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে।

নিহত মরিয়ম আক্তার নওগাঁ জেলার পত্নিতলার মানাসি গ্রামের ইউসুফ আলীর মেয়ে, তিনি সাভারের রেডিও কলোনি ভাড়া বাসায় থেকে আল-মুসলিম গ্রুপের সাভার গেন্ডা শাখায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

অপরদিকে নিহত রিকশা চালক রিয়াদ চাঁদপুরের বাপড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

মরদেহটি দুটি উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় প্রেরণ করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার নির্বাহী কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহেল বাকী জানান, নিহতদের পরিবারের সাথে কাভার্ড ভ্যান মালিকের সাথে সমঝোতার আলোচনা চলছে, তবে প্রশাসনের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে একজন বলেন, আমরা মামলা করতে চাচ্ছি না, লাশ দাফনের জন্য গ্রামের বাড়ী নিয়ে যাচ্ছি।