সাভারে সওজ কর্মীর হাত ভাঙ্গার অভিযোগ আওয়ামীলীগ নেতার ছেলের বিরুদ্ধে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৯ ২০২০, ১৯:২১

মো: ইয়াসিন,সাভার প্রতিনিধি;

সাভারে রাস্তায় পানি ছিটানোকে কেন্দ্র করে সড়ক ও জনপদ বিভাগের (সত্তজ) রোলার অপারেটর আসাদুজ্জামান অভিকে পিটিয়ে আহত করে ডান হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতার ছেলের বিরুদ্ধে।

রোববার (২৯মার্চ)দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় এঘটনা ঘটে। আহত ওই অপারেটর নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে ভাকুর্তার মোগড়াকান্দা সড়কে রাস্তায় ধুলো বালি উড়ার কারণে মেশিন দিয়ে রাস্তায় পানি দিচ্ছিলেন সড়ক ও জনপদ বিভাগের (সত্তজ) রোলার অপারেটর আসাদুজ্জামান অভি। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারীর ছেলে রহমত ব্যাপারীর সাথে তার বাকবিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে রহমত আলী ওই অপারেটরকে এলোপাথারী পিটিয়ে আহত করে এবং ডান ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় অভিযুক্ত রহমত বোপারীরর শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারীর দাপটে তার ছেলে রহমত আলী এলকার প্রতিনিয়ত অপ্রিতিকর ঘটনা ঘটাচ্ছে।গত কয়েকদিন আগেও এলাকায় একটি অফিসে হামলা চালিয়ে বিভিন্ন মালামাল লুটপাট ও কয়েকজনকে পিটিয়ে আহত করেন রহমত আলী।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় সাভার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।