সাভারে যথাযথ মর্যাদায় দোয়া ও বৃক্ষরোপনের মধ্য দিয়ে শোক দিবস পালন

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৫ ২০২০, ১৭:৫৬

মোঃ ইয়াসিন, সাভার(ঢাকা): স্বাধীনতার মহান স্থপতি সিংহ পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৫আগস্ট) ভোরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে যথাযথ মর্যাদায় শোক দিবসে সাভার উপজেলা কমপ্লেক্স এ বঙ্গবন্ধুর স্মৃতিতে পুষ্পস্তবক অর্পন, কালো ব্যাজ পরিধান,আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটির আয়োজন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুল রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা নিপা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার সহকারী (ভূমি) সাভার মডেল থানার (ওসি ) এ এফ এম সায়েদ ও ফায়ার সার্ভিস কর্মকর্তা পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় সাভার উপজেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ডা:মো: এনামুর রহমান এমপি মহোদয়।