সাভারে বিশ্বের সবচেয়ে ছোট গরুর সন্ধান
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৫ ২০২১, ১৬:২৮
মোহাম্মদ ইয়াসিন, সাভার: ২০ ইঞ্চি উচ্চতার বিশ্বের সবচেয়ে ছোট গরুর সন্ধান পাওয়া গেছে সাভারের আশুলিয়া একটি গ্রামে।
সরেজমিনে উপস্থিত হয়ে জানা যায়,ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার আশুলিয়ার চারিগ্রাম নামক এলাকার শিকড় এগ্রো লিমিটেড প্রতিষ্ঠান এই খর্বাকার জাতের গরুটি বছর দুয়েক আগে নওগাঁরএকটি খামার থেকে গরুটি কেনা হয়।বক্সার জাতের খর্বাকার এই গরুর ওজন মাত্র ২৬ কেজি।
জানা গেছে, বিশ্বের সবচেয়ে ছোট গরুর সনদ পেতে গরুর মালিকপক্ষ এরইমধ্যে গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, তারা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের নিকট আবেদন করেছন গত ২ জুলাই। কর্তৃপক্ষ ইতোমধ্যেই তাদের আবেদনের প্রাথমিক ফিডব্যাক জানিয়েছেন।
সব কিছু ঠিক থাকলে আগামী ৯০ দিনের মধ্যে এই গরু বিশ্বের সবচেয়ে ছোট গরুর অফিসিয়াল স্বীকৃতি পেয়ে যাবে।
চিকিৎসকরা জানিয়েছেন, গরুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এর ওজনও আর বাড়বে না।
গিনেস বুক অনুযায়ী বিশ্বের সবচেয়ে ছোট গরু রয়েছে ভারতের কেরালা রাজ্যে,যার উচ্চতা মাত্র দুই ফুট।